Blog Details

আজারবাইজান ভ্রমণ গাইড

পৃথিবীর অন্যতম সুন্দর, সুখী ও নিরাপদ দেশের নাম আজারবাইজান।যা ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করে।এটি ককেশাস অঞ্চলের একটি মনোরম সৌন্দর্যের দেশ।এই দেশটিকে ইউরো এশিয়ার দেশ বলা হয় কারন এর একটি অংশ ইউরোপে এবং অন্যটি এশিয়ায়।এর উত্তর পাশে রয়েছে রাশিয়া, উত্তর পশ্চিমে জর্জিয়া, পশ্চিমে আর্মেনিয়া, দক্ষিণে ইরান ও দক্ষিণ পশ্চিমে তুরষ্ক অবস্থিত।

আজারবাইজানের রাজধানী শহর বাকু।যা কাসপিয়ান সাগরের তীরে অবস্থিত।

আমরা এই আর্টিকেলে আজারবাইজান ভ্রমণের বিস্তারিত আলোচনা করবো।

জেনে রাখা দরকার, আমরা দুবাই থেকে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করি।তাই আমাদের সকল তথ্য দুবাই থেকে হয়ে থাকবে।

এই আর্টিকেলে যা যা থাকবে

যাতায়াত ও খরচ

ভ্রমণের সেরা সময়

ভিসা সংক্রান্ত তথ্য

ভ্রমণের জন্য অন্যান্য ডকুমেন্টস

গুরুত্বপূর্ণ দর্শণীয় স্থান সমূহ

লোকাল যাতায়াত

মুদ্রা ও ভাষা

খাদ্য ও সংস্কৃতি

নিরাপত্তা সতর্কতা ও পরামর্শ

যেহেতু আমরা সবকিছু দুবাই থেকে পরিচালনা করি তাই এই দেশটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দুবাই থেকে বাংলাদেশিসহ যেকোন দেশের মানুষ অন এরাইভাল ভিসা নিয়ে আজারবাইজান যেতে পারবে।এর জন্য যেকোন প্রফেশনের দুবাইয়ের রেসিডেন্সি ভিসা থাকতে হবে।মানে দুবাইয়ের এমিরেটস আইডি থাকলেই আপনি আগে থেকে ভিসা না নিয়ে আজারবাইজান ভ্রমণ করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই।

✈️যাতায়াত ও খরচঃ

বাংলাদেশে সরাসরি আজারবাইজানের কোন এম্বাসি বা ভিসা অফিস নেই।তাই ইন্ডিয়া থেকে ভিসা নিতে হবে।সেক্ষেত্রে বাংলাদেশ থেকে সরাসরি কোন ফ্লাইটও নেই।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর আবুধাবি, সমৃদ্ধ শহর দুবাই এবং অন্য শহর শারজাহ থেকে নিয়মিত আজারবাইজানে কিছু ফ্লাইট যাতায়াত করে থাকে।নিচে তার বিস্তারিত দেয়া হলো।

আবুধাবি থেকে যেসব ফ্লাইট আজারবাইজান যাতায়াত করেঃ

🔹উইজ এয়ারলাইনস

🔹ইনডিগো এয়ার

🔹এয়ার এরাবিয়া ইত্যাদি।

দুবাই থেকে যেসব ফ্লাইট আজারবাইজান যাতায়াত করেঃ

🔹আজাবাইজান এয়ারলাইনস

🔹এমিরেটস এয়ারলাইনস

🔹কাতার এয়ারওয়েজ

🔹ফ্লাই দুবাই ইত্যাদি।

শারজাহ থেকে যেসব ফ্লাইট যাতায়াত করেঃ

🔹এয়ার এরাবিয়া

🔹কাতার এয়ারওয়েজ ইত্যাদি।

খরচঃ এসব বিমান যাতায়াত খরচ হতে পারে ৬০০ দিরহাম থেকে ২০০০ দিরহাম এর মধ্যে।

🕘ভ্রমণের সেরা মৌসুমঃ

আজারবাইজান শহরটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে বছরের যেকোন সময় ভ্রমণ করা যেতে পারে।তবে জুন, জুলাই ও আগষ্ট মাসে তুলনামূলক গরম বেশি থাকে তাই এই সময়ে দর্শনার্থী তুলনামূলক কম ভ্রমণ করে।

এছাড়া বছরের অন্য যেকোন সময় আদর্শ হতে পারে আজারবাইজান ভ্রমণ করার জন্য।

শীতকালীন সময়ে মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী এখানের কিছু জায়গায় বরফ জমে।তবে রাজধানী শহর বাকুতে যা দেখা যায় না।বরফ জমে সাধারণত গাবালা ও শাহদাগ এলাকায়।

জুন থেকে আগষ্ট ছাড়া অন্য যেকোন সময় আজারবাইজান ভ্রমণ বা এর রাজধানী শহর ভ্রমণ আপনার জন্য একটি অতি আরামদায়ক ও সন্তুষ্টিজনক ভ্রমণ হতে পারে।

🇪🇬ভিসা সংক্রান্ত তথ্যঃ

এই বিষয়ে শুরুতেই আলোচনা করা হয়েছে।তারপরও বলে রাখা ভালো, যারা সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তর শহর দুবাই, আবুধাবি বা এর পুরাতন শহর শারজাহ থেকে ভ্রমণ করতে চান যারা এমিরেটস আইডি কার্ড থাকলেই আজারবাইজান অন এরাইভাল ভিসা সুবিধা পেয়ে যাবেন।মানে আপনি যেকোন প্রফেশনে দুবাই থাকলেই আজারবাইজানের অন এরাইভাল বা সরাসরি এয়ারপোর্টে গিয়ে ভিসা নেয়ার সুবিধা পেয়ে যাবেন।

ভিসা খরচ ও ডকুমেন্টসঃ ভিসার মূল্য ৩০ ডলার বা ১১০ দিরহাম সমপরিমাণ।ভিসার জন্য পাসপোর্ট কপি ও এমিরেটস আইডি কার্ড থাকতে হবে।

অন্যান্য ডকুমেন্টসঃ আজারবাইজান সহ পৃথিবীর অন্য যেকোন দেশ ভ্রমণ করার ক্ষেত্রে,

🔹অর্জিনাল পাসপোর্ট

🔹দুবাই থেকে হলে এমিরেটস আইডি ও ভিসা কপি

🔹যাওয়া আসার বিমান টিকেট

🔹হোটেল বুকিং

🔹ট্রাভেল ইন্স্যুরেন্স

🔹খরচ করার মতো কিছু কারেন্সি সাথে রাখতে হবে।কারেন্সি লোকাল বা ডলারে হওয়া আদর্শ।

বলে রাখা ভালো, আজারবাইজান সাধারণত ইমিগ্রেশনে কোন প্রকার ঝামেলা করে না।

🏞️দর্শনীয় স্থানসমূহঃ

আজারবাইজান দেশটি অনেক সুন্দরে সমৃদ্ধ। এর সুন্দর ও টুরিষ্ট গন্তব্যগুলো হলো,

রাজধানীতেঃ

🔹রাজধানী শহর বাকু

🔹ফ্লেইম টাওয়ার

🔹হাইদার আলী কালচারাল সেন্টার

🔹পুরাতন শহর (ইচেরিশেহের) যা ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের শহর

🔹টেডিশনাল মার্কেট, মাইদান টাওয়ার ও জুমা মসজিদ।

🔹কাসপিয়ান সাগর

🔹বর্লভার্ড ও কার্পেট মিউজিয়াম

🔹নিজামী স্ট্রিট (যথেষ্ট সুন্দর ও উন্নত এলাকা)

🔹বাকু জুলুজি পার্ক

🔹ডিডিজুজু পার্ক

🔹হাইল্যান্ড পার্ক

🔹মাইদান টাওয়ার

🔹এতেশগা ফায়ার ট্যাম্পল (পাহাড়ের চুড়ায় যেখানে আগুন বের হয়)

🔹মার্টারস লেন বা শহীদ মিনার (যেখানে সকল শহীদের সমাধি)

🔹ইয়ানারহাট আগুনের পাহাড় (যেখানে দীর্ঘ সময় আগে থেকে পাহাড়ের গায়ে আগুন জ্বলে) ইত্যাদি।

অন্যান্য শহরেঃ

🔹গোবুস্থান ন্যাশনাল পার্ক

🔹মাড ভলকানো

🔹শেকি খান প্যালেস

🔹গাবালা (যেখানে বরফ দেখা যায়)

🔹নহুর লেক (বিখ্যাত)

🔹নাফথালান ইত্যাদি।

🚗লোকাল যাতায়াতঃ

আজারবাইজানে যাতায়াত করার জন্য বিভিন্ন ধরণের বাহণ রয়েছে।এর অন্যতম হলো পাবলিক বাস, মেট্রোরেল, উবার বা ট্যাক্সি রাইড শেয়ারিং, কার ও রেলগাড়ি ইত্যাদি।

ভাড়াঃ এসব বাহনে যাতায়াত খরচ যথেষ্ট কম।আপনার গন্তব্য অনুযায়ী ভাড়া নির্ধারিত হয়।লোকাল ২/৩ মানাতেও ট্যাক্সি নিয়ে যাতায়াত করা সম্ভব।

💰মুদ্রা ও খরচঃ

আজারবাইজানের মুদ্রার নাম আজারবাইজানি মানাত।১ মানাত দুবাইয়ের ২.২ দিরহাম সমপরিমাণ।সে হিসেবে ১ মানাত বাংলাদেশী টাকায় ৮৫ টাকার আশেপাশে।এখানে খাবার, যাতায়াত ও জীবন যাপনের ক্ষেত্রে খরচ যথেষ্ট সাধ্যের মধ্যে রয়েছে।

🔊ভাষাঃ

আজারবাইজানের মানুষ আজারবাইজানি ভাষায় কথা বলে।তাছাড়া এখানে রাশিয়ান ভাষার একটা প্রভাব রয়েছে।ইংরেজি এখানকার মানুষ খুবই কম বুঝে।তাই এখানে আসার ক্ষেত্রে ভাষার জন্য প্রস্তুতি স্বরুপ ট্রান্সলেটর ব্যবহার করা যেতে পারে।

🍛খাদ্য ও সংস্কৃতিঃ

এদেশের মানুষ নিজস্ব সাংস্কৃতির খাবার খেয়ে থাকে।বিশেষ করে ফাষ্টফুড জাতীয় খাবার এখানে বেশি জনপ্রিয়।বাংলাদেশি মানুষ যারা এখানে আসবেন তারা কিছু ইন্ডিয়ান খাবারের রেস্টুরেন্ট পাবেন যেখানে বাংলা খাবারের একটু স্বাদ পেতে পারেন।তবে নতুন দেশে নতুন খাবারের সাথে পরিচিত হওয়াকে আমরা সুন্দর মনে করি।

সংস্কৃতিঃ এখানের মানুষ যথেষ্ট নম্র ভদ্র ও মিশুক প্রকৃতির।নিজস্ব সভ্যতার সংস্কৃতিকে তারা যথেষ্ট ভালোবাসে।তাই দর্শনার্থীদের উচিৎ তাদের সংস্কৃতিকে সম্মান জানানো।মানুষগুলো অত্যান্ত ভদ্র তাই সকলের উচিৎ সবক্ষেত্রে ভদ্রতা বজায়ে রাখা।

নিরাপত্তা সতর্কতা ও পরামর্শঃ

যদিও পূর্বে বলেছি এখানের মানুষজন যথেষ্ট ভালো ও ভদ্র তাই এদেশ ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম নিরাপদ নগরী হতে পারে।এখানে ক্রাইমের রেট যথেষ্ট কম।তাই নির্দ্বিধায় ২৪ ঘন্টা চলাচল করা যেতে পারে।

পরামর্শঃ

🔹নতুন কোন দেশে গেলে সেখানের স্থানীয়দের সাথে কোন প্রকার দ্বন্ধে জড়ানো উচিৎ নয়।

🔹উচ্ছৃঙ্খল কোন কাজকর্মের সাথে জড়ানো অনুচিত।

🔹অনৈতিক ও অসামাজিক সকল কিছু পরিহার করা উচিৎ।

🔹নেশা ও নারী সংক্রান্ত যেকোন কাজ থেকে বিরত থাকা উচিৎ।

🔹যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকা উচিৎ।

যেকোন তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার ভ্রমণটি নিরাপদ, সন্তুষ্টজনক ও শুভকর হোক।

আমাদের প্রতিষ্ঠান Digital Point Tourism নিয়মিত আজারবাইজান সহ বিভিন্ন দেশে ট্যুর প্যাকেজ পরিচালনা করে থাকে।আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন।

লেখকঃ

Abdul Hakim.

abdulhakimbd010@gmail.com

+971566229773.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *